চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর সমর্থক ও উপজেলার ৬ নম্বর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হারুনুর রশীদসহ (৪০) আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি কামাল হোসেন বলেন, ‘গতকাল রাতে অভিযানে বিভিন্ন মামলার ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর ভেতর ওই ইউপি সদস্যও থাকতে পারেন।’
মাহমুদুল ইসলাম চৌধুরী ব্যক্তিগত সহকারী মো. জোবায়ের চৌধুরী জাগো নিউজকে বলেন, ৬ নম্বর ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টির সেক্রেটারি ও ইউপি সদস্য হারুনুর রশীদকে গতকাল রাতে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে। নেতাকর্মীরা রাতে বাড়িতে থাকতে পারছে না। পুরো বাঁশখালীতে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।
এদিকে স্থানীয় সূত্র জানা গেছে, গত শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেল চাম্বল মাদরাসা এলাকা ও চাম্বল বাজারে হামলার পর আজ আবারও এলাকায় যাওয়ার কথা রয়েছে লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর। এ নিয়ে আবারও পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।
আবু আজাদ/জেএইচ/পিআর