বিএনপি নেতাকর্মীদের মারধর, এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেয়া, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ভোট চুরি ও কারচুপিসহ নির্বাচনী নিয়ম-নীতি ভঙ্গের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি ও জাতীয় পার্টির দুই প্রার্থী।
তারা আওয়ামী লীগের প্রার্থী ও তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ করা ছাড়াও প্রশাসনের নেতিবাচক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
দুপুরে জয়পুরহাট শহরের থানা রোডস্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন জয়পুরহাট-২ আসনের বিএনপি প্রার্থী এইএম খলিলুর রহমান। পরে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একই ঘোষণা দেন জাতীয় পার্টির প্রার্থী ও জেলা জাপার সাধারণ সম্পাদক আ স ম মোক্তাদির তিতাস মোস্তফা।
রাশদেুজ্জামান/এএম/জেআইএম