দেশজুড়ে

সাতক্ষীরার ৪টি আসনেই নৌকার জয়জয়কার

সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে নৌকা বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। রোববার রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ ১৬৮টি কেন্দ্রে পেয়েছেন ৩ লাখ ৩১ হাজার ৪০১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯০২ ভোট। সাতক্ষীরা-২ নৌকা প্রতীক নিয়ে বিজয়ী মীর মোস্তাক আহম্মেদ রবি বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৩৭ কেন্দ্রে এক লাখ ৫৫ হাজার ৬১১ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াত নেতা আব্দুল খালেক পেয়েছেন ২৭ হাজার ৭১১ভোট।

সাতক্ষীরা-৩ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী ডা. আফম রুহুল হক। সব কেন্দ্রে (১৫৩) তিনি পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৩৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. শহিদুল আলম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৩৫৩ ভোট।

সাতক্ষীরা-৪ আসনে বিজয়ী নৌকার প্রার্থী এস এম জগলুল হায়দার বিজয়ী হয়েছেন। ১৩৯ কেন্দ্রের সবগুলোতে তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৩৮৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৪৮৬ ভোট। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

আকরামুল ইসলাম/এমআরএম/আরআইপি