দেশজুড়ে

ফজলে করিম চৌধুরীকে মুনিরীয়া যুব তবলীগের অভিনন্দন

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে এবিএম ফজলে করিম চৌধুরী (এম.পি) টানা ৪র্থ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেছেন, বিশ্বব্যাপী অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ।

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) এম.পির নিজ বাসভবনে গিয়ে এ প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের বিভিন্ন বিভাগের সম্পাদক ও সদ্যসরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পিংক, গ্রিন, ক্লিন উপজেলা ও আধুনিক রাউজানের প্রবক্তা, রাউজানবাসীর পরম বন্ধু, উন্নয়নের কান্ডারি, গণমানুষের নেতা, চট্টগ্রামের বীর পুরুষ এবিএম ফজলে করিম চৌধুরী।

এমআরএম/আরআইপি