দেশজুড়ে

জেএসএস কমান্ডার হত্যার ঘটনায় মামলা

রাঙ্গামাটির বাঘাইছড়িতে জেএসএস (এমএন লারমা) সশস্ত্র কমান্ডার বসু চাকমা (৪০) হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বসু চাকমা হত্যার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে আসামিদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, নিহত বসু চাকমার আত্মীয় প্রভাত কুসুম চাকমা শনিবার বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমা ও জেএসএস সভাপতি প্রভাত কুমার চাকমা ওরফে কাকলী বাবুসহ ২৭ জনের নাম উল্লেখপূর্বক আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

গত শুক্রবার সন্ধ্যায় প্রভাত কুসুম চাকমার বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেছে জেএসএস (এমএন লারমা)। তবে এ বিষয়ে জেএসএসের (সন্তু লারমা) কারো বক্তব্য পাওয়া যায়নি।

এনডিএস/