দেশজুড়ে

টাইটানিকের আদলে পূজা মঞ্চ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুরে সনাতন ধর্মাবলম্বীদের স্বরসতী পূজা উপলক্ষে টাইটানিক জাহাজের আদলে মঞ্চ করে ৮ দিনব্যাপী পঞ্চমী মেলা অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় বিষ্ণুপুর প্রান্তিক সংঘ এই পূজার আয়োজন করেছে।

ভক্তকুলকে চেতনাদীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন বিদ্যার দেবী সরস্বতী। বিদ্যা ও জ্ঞানালোক সন্ধানী শিক্ষার্থীরা দেবীর আরাধনায় মনোযোগী হয়ে ওঠেন। এবার টাইটানিক জাহাজের আদলে গড়ে তোলা হয়েছে দেবী সরস্বতীর বেদী।

বিষ্ণুপুর প্রান্তিক সংঘের সভাপতি শিবদাস বৈদ্য জানান, বিষ্ণুপুর মাঠে প্রান্তিক সংঘ এবং পিকেএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্ধু সংঘ পৃথকভাবে পূজা করছে। রোববার সকাল ১০টা থেকে প্রান্তিক সংঘের উদ্যোগে ১৬তম বার্ষিক সরস্বতী পূজা শুরু হয়েছে। রয়েছে নানা আয়োজন। ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় প্রতিমা বরণ ও রাত ৮টায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে পূজার অনুষ্ঠানমালা।

পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক নির্মল কুমার গাইন বলেন, প্যান্ডেল, ডিজিটাল প্রতিমা, বর্ণাঢ্য আলোকসজ্জা করা হয়েছে। এমন আয়োজন আশপাশে কোথাও করা হয়েছে বলে জানা নেই।

আকরামুল ইসলাম/এমএমজেড/এমকেএইচ