দেশজুড়ে

স্কুলছাত্রীর আত্মহত্যা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাশিদা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বিখারগাওঁ গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাশিদা আক্তার স্থানীয় রাশিদ আলী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম আমজাদ আলী । তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তার কারণ জানাতে পারেনি তার পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদা নানারবাড়ি থেকে লেখাপড়া করতো। সোমবার দুপুরের খাবার খেয়ে সবাই যখন কাজে ব্যস্ত ছিলেন তখন রাশিদা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাস বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।

মোসাইদ রাহাত/আরএআর/এমকেএইচ