পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে অনির্দিষ্টকালের জন্য বান্দরবান জেলা ও উপজেলার দূরবর্তী পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণে নিরুৎসাহিত করছে বিজিবি-পুলিশ। তবে বান্দরবানের জেলা সদরের কাছাকাছি পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন পার্বত্য জেলার থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি যতদিন স্বাভাবিক হবে না ততদিন পর্যন্ত পর্যটকদের আগমনে নিরুৎসাহিত করা হবে। পাহাড়ের পর্যটকদের সুবিধা–অসুবিধার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে নির্বাচনের দিন গুলিতে প্রিসাইডিং অফিসারসহ সাতজন মারা যান। বাঘাইছড়ির ওই ঘটনা আর নির্বাচনের দিন থানচির সহিংসতার কথা মাথায় রেখে পর্যটকদের ভ্রমণে না আসার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে।
তিনি আরও জানান, দূরবর্তী এলাকাগুলোতে পুলিশের টহল থাকে না। আর নিরাপত্তা দেয়াও সম্ভব না। এছাড়া থানচির রেমাক্রির মুখের পর থেকেই পর্যটকরা অনেক ভেতরে ভ্রমণ করতে যায়, সেখানে কারো নিরাপত্তা দেয়া সম্ভব না। সবকিছু স্বাভাবিক হলে আবারও পর্যটকদের জন্য পর্যটনকেন্দ্রগুলো উন্মুক্ত করা হবে।
সৈকত দাশ/এফএ/পিআর