খেলাধুলা

স্বাধীনতা কাপ হ্যান্ডবলে আনসারের বড় জয়

স্বাধীনতা কাপ হ্যান্ডবলে আনসারের বড় জয়

স্বাধীনতা কাপ হ্যান্ডবলের নারী বিভাগে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ আনসার। রোববার পল্টন ময়দান সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ আনসারের মেয়েরা ৪৬-৬ গোলে কোয়ান্টাম ফাউন্ডশেনকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২২-২ গোলে এগিয়ে ছিল।

Advertisement

নারী বিভাগে অন্য দুই ম্যাচে বিজেএমসি প্রথমার্ধে ১৭-০৫ গোলে এগিয়ে থেকে ২৭-১৩ ব্যবধানে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব পরের ম্যাচে ২৪-১৯ গোলে জামালপুর র্স্পোটস একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১০-৮ গোলে এগিয়ে ছিল।

পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ ৪০-২০ গোলে বাংলাদেশ আনসারকে পরাজিত করেছে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-৯ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৪-২৯ গোলে কোয়ান্টাম ফাউন্ডশেনকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-১৪ গোলে এগিয়ে ছিল।

আরআই/আইএইচএস/পিআর

Advertisement