দেশজুড়ে

জনসভায় অজ্ঞান ভাইস চেয়ারম্যান প্রার্থী

কক্সবাজার সদর উপজেলা নির্বাচনের প্রচারণার শেষ জনসভায় বক্তব্যকালে অজ্ঞান হয়ে পড়ে গেছেন নির্বাচনে চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী কাইয়ুম উদ্দিন। শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঈদগাঁও বাসস্টেশনে (ইসলামী ব্যাংকের সামনে) নির্বাচনের শেষ জনসমাবেশে বক্তৃতা করছিলেন কাইয়ুম। বিশাল জনতার সমাবেশে কথা বলতে গিয়ে এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এর অল্পক্ষণ পর অজ্ঞান হয়ে ঢলে পড়ে যান কাইয়ুম উদ্দিন।

তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত ১১টা পর্যন্ত তার জ্ঞান না ফেরায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তার নির্বাচনী কর্মী রুমেল।

তিনি বলেন, ‘কাইয়ুম উদ্দিনের অবস্থা সংকটাপন্ন। তার জন্য সবাই দোয়া করুন।’

উল্লেখ্য, ৩১ মার্চ নির্বাচন, তাই ২৯ মার্চ রাত ১২টা থেকে নির্বাচনী সব প্রচারণা বন্ধ। প্রচারণার শেষ দিনে প্রার্থীরা নিজ নিজ এলাকায় শেষ জনসভায় বক্তব্য দিয়ে ভোট ও দোয়া চেয়েছেন। কাইয়ুম উদ্দিনও এদিন ভোট প্রার্থনা করেন। পরে বক্তব্য দেয়ার একপর্যায়ে অজ্ঞান হয়ে যান।

সায়ীদ আলমগীর/এসআর