দেশজুড়ে

জাগো নিউজে সংবাদের পর সেচ দেয়া সেই রাস্তায় এলো ইট

এতদিন যাদের কাছে বারবার ধরনা দিয়ে টনক নড়াতে পারেননি এলাকাবাসী শ্যালো মেশিন বসিয়ে রাস্তার পানি সেচ শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রকাশের পর সেই রাস্তার পুকুর সাদৃশ্য গর্ত মুহূর্তেই ভরাট হয়ে গেল।

মৌলভীবাজারের বড়লেখার উপজেলার দাসের বাজার-বর্ণি সড়কের গর্তগুলোতে ইট ফেলে চলাচলের উপযোগী করা হয়েছে।

বড়লেখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোয়েব আহমদ ও প্রবাসী মো. সাইফুর রহমানের অর্থায়নে এবং সংবাদকর্মী মস্তফা উদ্দিন, ব্যবসায়ী ছরওয়ার আহমদ, নজরুল ইসলাম ও নিজাম উদ্দিনের উদ্যোগে ইট ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করা হয়।

এর আগে এ সড়কটির একটি বিশাল গর্তে জমে থাকা বৃষ্টির পানি শ্যালো মিশন দিয়ে সেচার খবর জাগো নিউজে প্রকাশ হলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোয়েব আহমদের দৃষ্টিগোচর হয়। জনদুর্ভোগ লাগবে এগিয়ে আসেন সোয়েব। সেখানে ইট ফেলে চলাচল করার উদ্যোগ নেন তিনি। এরপর সড়কের গর্তগুলো ইট ফেলে চলাচলের উপযোগী করা হয়।

প্রসঙ্গত, উপজেলার দাসের বাজার-বর্ণি সড়ক দিয়ে প্রতিদিন হাজারও মানুষ যাতায়াত করেন। সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় বিভিন্নস্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়। বারবার এ নিয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রিতিনিধিদের জানালেও কোনো কাজ হয়নি।

গত কয়েকদিনের বৃষ্টিপাতে সড়কটির গর্তে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন স্থানীয়রা। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো সাড়া না পেয়ে মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন নিজেদের টাকায় শ্যালো মেশিন লাগিয়ে সেচে গর্তের পানি নিষ্কাশন করেন।

তবে বড়লেখা উপজেলা নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল জাগো নিউজকে জানিয়েছেন, কাজের জন্য প্রস্থাব পাঠিয়েছেন অচিরেই কাজ শুরু হবে।

রিপন দে/বিএ