ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রীরামপুর নামক স্থানে বাসের ধাক্কায় সরওয়ার হোসেন (৫০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সরওয়ার হোসেনের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকায়।
শৈলকুপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আক্কাস আলী জানান, সকালে ওই ব্যবসায়ী সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় পাবনা থেকে কুয়াকাটাগামী সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমকেএইচ