ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে ‘গোলাগুলিতে’ ডাবলু মন্ডল (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকালে কাগমারি বটতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ডাবলু উপজেলার দর্গাতলা রেলস্টেশন এলাকার আফতাব মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে কোটচাঁদপুরসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদকসহ ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোটচাঁদপুর থানা পুলিশের ওসি কাজী কামাল হোসেন জানান, রাতে গোলাগুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটেছে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতি) জানান, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলিতে ডাবলু (৩০) নিহত হয়েছেন বলে ধারণা পুলিশের। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আব্দুল্লাহস আল মাসুদ/এফএ/এমকেএইচ