মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার তেউটিয়া ইউনিয়নে জেনারেটরের আগুনে স্থানীয় এক মসজিদের ইমাম ও তার স্ত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা রয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের বড় নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলেন, বড়নওপাড়া বাইতুন নুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাই ও তার স্ত্রী মারুফা আক্তার।
লৌহজং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, দগ্ধ মাওলানা আব্দুল হাই ও তার স্ত্রী মারুফা আক্তার মসজিদ সংলগ্ন একটি ঘরে বসবাস করে আসছিলেন। তারা ঝালকাঠী জেলার বাসিন্দা।
ওসি আরও জানান, যেই ঘরটিতে ইমাম ও তার স্ত্রী থাকতো সেখানে মসজিদে ব্যবহারের জন্য একটি জেনারেটর ছিল। ঘটনার সময় মাওলানা আব্দুল হাই জেনারেটরে পেট্রল ভরছিলেন। তার পাশেই ছিল গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা। পাশের ওই জলন্ত চুলা থেকে জেনারেটরে আগুন ধরে যায়। এসময় স্বামী-স্ত্রী দুজনেই অগ্নিদগ্ধ হয়ে গুরুত্ব আহত হয়। পরবর্তীতে তাদের দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে তারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/জেআইএম