ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত অভিনেত্রী জিনিয়া খন্দকার। এরই মধ্যে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন ছোট পর্দায়। তার অভিনীত এটিএন বাংলার ডিবি, সালাউদ্দিন লাভলুর দি ভিলেজ ইঞ্জিনিয়ার ও বিটিভিতে মামুনুর রশীদের অক্ষয় নাটকগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া উপস্থাপনা, মডেলিং এবং নাচেও বেশ পারদর্শী জিনিয়া। এসব খবর কমবেশি সকলের জানা আছে। নতুন খবর হচ্ছে, সম্প্রতি জিনিয়া খন্দকার সাঁকো টেলিফিল্মের ১৯-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেরা টেলিভিশন উপস্থাপনা শাখায় সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। বিষয়টি নিয়ে দারুন খুশি জিনিয়া। জাগো নিউজকে তিনি বলেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এখানে কয়েকটি টেলিভিশন চ্যানেল থেকে বাছাই করে সেরা ১০ জনকে মনোনীত করা হয়। এর মধ্যে চ্যানেল নাইনের উপস্থাপিকা হিসেবে আমিও রয়েছি। এজন্য আমার খুশির সীমা নেই সেই সঙ্গে এমন একটি আয়োজনের জন্য আয়োজক সংস্থার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।এলএ/এএইচ/পিআর