মানিকগঞ্জের হরিরামপুরে মা বকাঝকা করায় অভিমান করে রিয়া আক্তার নামে ৫ম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
হরিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, বাড়ির পাশের এক নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল মেয়েটি। ফিরতে রাত হওয়ায় মা তাকে বকাঝকা করে এবং লাঠি দিয়ে আঘাতও করে।
এতে অভিমান করে মেয়েটি নিজ ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বি.এম খোরশেদ/এফএ/জেআইএম