সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স হজ ফ্লাইট সিডিউল-২০১৯ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আসন্ন হজ কার্যক্রমে অংশগ্রহণকারী যে সব এজেন্সি তাদের হজযাত্রীদের টিকিট সৌদি এয়ারলাইন্স থেকে নিতে ইচ্ছুক তাদের এয়ারলাইন্সের অফিসে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।
চলতি বছর পবিত্র হজ পালনে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জনসহ মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে।
হজ নীতিমালা অনুসারে রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ শতাংশ এবং সৌদি আরব এয়ারলাইন্স এর অবশিষ্ট ৫০ শতাংশ যাত্রী পরিবহন করার কথা। ইতোমধ্যে বিমান হজ ফ্লাইট সিডিউল ঘোষণা ও টিকিট বিক্রি শুরু করেছে।
হজ ফ্লাইট সিডিউল দেখতে এখানে ক্লিক করুন
এমইউ/এসআর/পিআর