মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে পারভেজ আহমদ (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন৷
শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ইছবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ নিহত পারভেজের বাড়ি উপজেলার আশিদ্রোন ইউনিয়নে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে ইছবপুর এলাকায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে পারভেজের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার এএসআই অধীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারভেজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ৷
রিপন দে/এমএসএইচ