স্ত্রীকে না জাগিয়ে ঘরে ঢুকল চোররাতে চোরকে আটক করল গৃহকর্তা। পুলিশে খবর দিয়ে তাদের হাতে দিয়ে দিল। পরদিন সকালে সে থানায় গেল। তার বাসায় গত রাতে যে চোর ঢুকেছে, তার সাথে কথা বলতে চায়। পুলিশ: সে সুযোগ আপনাকে আদালতে দেওয়া হবে। লোক: না না, আমি ওই চোরের কাছ থেকে জানতে চাই, কিভাবে আমার স্ত্রীকে না জাগিয়ে আমার ঘরে ঢুকল। আমি কয়েক বছর ধরে চেষ্টা করছি।
আরও পড়ুন > আজকের জোকস : মেয়েরা কখন বাবার কাছে হাতখরচ চায় না
****
কেক খেয়ে অসুস্থ হলো চোরএক রাতে রোমেনের ঘরে চোর ঢুকল। টের পেয়ে রোমেনের বউ বলছে-বউ: এই তাড়াতাড়ি নিচে এসো। রোমেন: কেন?বউ: একটা চোর ঘরে ঢুকেছে। হায় হায়! তোমার জন্য যে কেকটা বানাইছি, সেটা খেয়ে ফেলছে! তাড়াতাড়ি আসো!রোমেন: এখন আমি কী করব? পুলিশ ডাকব না-কি অ্যাম্বুলেন্স ডাকব?
আরও পড়ুন > আজকের জোকস : চাকরি স্থায়ী করার সহজ উপায়
****
বারান্দা থেকে প্রস্রাব ফেলল কে? ছোট্ট রোকনদের বাসার নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক পথচারী। কিছুক্ষণ পর তিনি উঠে এলেন রোকনদের ড্রয়িং রুমে। কারণ তিনি নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় বারান্দা থেকে কে যেন তার গায়ে পানি ফেলেছে। তাই বাবা রোকনকে ডেকে জিজ্ঞাসা করলেন, ‘তুমি কি ভদ্রলোকের গায়ে বারান্দা থেকে পানি ফেলেছ?’ রোকন বলল, ‘না বাবা।’ বাবা বললেন, ‘কিন্তু বারান্দায় তুমি ছাড়া আর কেউ ছিল না। তাই না?’
অবশেষে রোকনের মা এলেন। তিনি বললেন, ‘রোকন সোনা, সত্যি কথাটা স্বীকার কর। ভদ্রলোককে সরি বল।’ তখন রোকন কাঁদ কাঁদ হয়ে বলল, ‘মামণি, সত্যি বলছি আমি পানি ফেলিনি। আমি তো শুধু হিসু করেছিলাম।’
এসইউ/জেআইএম