উজান থেকে নেমে আসা বন্যার পানি ও জোয়ারের প্রভাবে ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকায় নদীর পানি ঢুকতে শুরু করেছে।
কাঁঠালিয়া ও রাজাপুরে বেড়ি বাঁধ না থাকায় বিষখালী নদীর পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত ও রাস্তাঘাট। পানি ছুঁই ছুঁই নদী তীরবর্তী বাসিন্দাদের বসতঘরও। পানিতে নলছিটির ষাইটপাকিয়া ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল করতে পারছে না। বন্যা আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আতাউর রহমান জানান, সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩/৪ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহর ও গ্রামের রাস্তাঘাটও তলিয়ে গেছে। জেলার চার উপজেলার আমনের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। সুগন্ধা নদী তীরবর্তী নলছিটি উপজেলার নাচনমহল, ভবানিপুর, হদুয়া, ইসলামপুর, তেতুলবাড়িয়া এবং বিষখালী তীরবর্তী রাজাপুরের বড়ইয়া, নিজামিয়া, কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া, আমুয়া, পাটিখালঘাটা গ্রামসহ ২০ গ্রামে পানি ঢুকতে শুরু করেছে।
আতিকুর রহমান/আরএআর/এমএস