দেশজুড়ে

‘যাদের কারণে চিনি শিল্প ধ্বংসের পথে তাদের ছাড় নয়’

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান অজিত কুমার পাল বলেছেন, চিনি শিল্প বাঁচাতে এবং জাতীয় অর্থনীতির সঙ্গে গুরুত্বপূর্ণ অবস্থান সৃষ্টিতে যুগোপযোগী পদক্ষেপের ভিত্তিতে মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সুগার মিলে কর্মরত কর্মচারী-শ্রমিকেরা তাদের বেতন, বোনাস, মজুরি পাবেন। আখচাষিরা এক হাতে আখ দেবেন, আরেক হাতে টাকা নেবেন। কোনো অবস্থায় কৃষকের টাকা বকেয়া রাখা হবে না।

শনিবার দুপুরে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় পাবনা সুগার মিল চত্বরে চাষিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অজিত কুমার পাল বলেন, সুগার মিলের কর্মচারীদের বেতন, বোনাস, বকেয়া মজুরি এবং আখচাষিদের বকেয়া পাওনা ও ন্যায্য দাবি-দাওয়াসহ নানা অসঙ্গতি যাচাই-বাছাই শেষে তথ্য আকারে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, চিনি শিল্পের সামনে সুদিন। যাদের কারণে এই শিল্প ধ্বংসের পথে তাদের আর ছাড় নয়। যারা চুরি করেছেন, দুর্নীতি করেছেন আর অনিয়মের পাহাড় গড়েছেন তাদের অপরাধের ধরণ অনুসারে শাস্তির ব্যবস্থা করা হবে। কেউ পার পাবে না। পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সেলিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফআইসির পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) মো. মোশাররফ হোসেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আখচাষি সমিতির কেন্দ্রীয় সম্পাদক ও পাবনা জেলা শাখার সভাপতি শাজাহান আলী বাদশা (পেঁপে বাদশা), সিবিএ’র সভাপতি সাজেদুল ইসলাম শাহীন, সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল সরদার, আখচাষি মুরাদ আলী মালিথা, ইদ্রিস আলী মন্ডল, নজরুল ইসলাম প্রমুখ।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/এমকেএইচ