দেশজুড়ে

ভায়রার আঘাতে ভায়রা নিহত

হবিগঞ্জের মাধবপুরে এক ভায়রার আঘাতে আরেক ভায়রা নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সোমবার সকালে উপজেলার নয়াপাড়া চা বাগানের বস্তিতে এ ঘটনা ঘটে।

মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, চা শ্রমিক সুজিত র‌্যালি (৫৫) এবং তার ভায়রা হেলাল র‌্যালির (৫৫) মাঝে পারিবারিক বিরোধ ছিল। সোমবার সকাল ৮টার দিকে এ নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে হেলাল র‌্যালি তার ভায়রা সুজিত র‌্যালিকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর