সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা এলাকায় বাস শ্রমিকদের মারপিট করার প্রতিবাদে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এই বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।
এদিকে জেলার সব রুটে আকষ্মিক এই বাস ধর্মঘটের কারণে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
অপরদিকে এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাস মালিক সমিতি।
সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু জানান, সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা নামক স্থানে সোমবার একটি বাসের কন্ডাক্টর লিটন হোসেনকে মারপিট করে স্থানীয় যুবকরা। আজ (মঙ্গলবার) একই রুটে আরেক বাসের কন্ডাক্টর আসাদকে প্রচণ্ড মারপিট করে একই এলাকার যুবকরা। আহত দুই শ্রমিক মারাত্মক আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, সাতক্ষীরা জেলার প্রায় সব রুটে এমন ঘটনা ঘটায় মালিক সমিতির পক্ষ থেকে প্রশাসনের কাছে বিভিন্ন সময় অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু এ পর্যন্ত একটি ঘটনারও সুষ্ঠ সমাধান হয়নি। ফলে বাস চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আকরামুল ইসলাম/এমএমজেড/পিআর