দেশজুড়ে

ফেনীতে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক

ফেনীতে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বর্তমানে জেলার হাসপাতালগেুলোতে ভর্তি রয়েছে ১১ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে সাতজন ও ডায়াবেটিস হাসপাতালে চারজন ভর্তি আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগী ভর্তি হয়নি।

এদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করায় স্বস্তি প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ।

ফেনী স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, গত কয়েকদিনে ফেনী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা আগের তুলনায় অনেক কমছে। এতে স্বস্তি ফিরে আসছে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। বর্তমানে ভর্তি থাকা ১১ জনের মধ্যে একজন ছাড়া সকলেই ঢাকা ও চট্টগ্রাম থেকে আক্রান্ত হয়ে ফেনীতে এসেছেন।

এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ৫১৪ জন। এদের মধ্যে ফেনী আক্রান্ত হয়েছে ১২ জন। চিকিৎসা নিতে আসাদের মধ্যে ঢাকায় রেফার্ড করা হয়েছে ৫৪ জনকে। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে ফেনীতে কোনো ডেঙ্গু রোগী মারা যায়নি।

২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবু তাহের জানান, ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করায় ফেনীর সাধারণ মানুষ ও চিকিৎসকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

রাশেদুল হাসান/এমবিআর/এমকেএইচ