কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌর শহরের বানিয়াপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, নজরুল ইসলাম ম্যানা (৫৫) ও তার স্ত্রী রুমি (৩৩)।
পুলিশ জানিয়েছে, সকাল থেকে নিহত দম্পতির তিন বছরের ছেলে ঘরের মধ্যে কান্না করছিল। পরে প্রতিবেশীরা গিয়ে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে। এ সময় ঘরের মেঝেতে শিশুটির মায়ের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পাশের ঘরে চেয়ারে বসা অবস্থায় তার বাবার লাশ পাওয়া যায়।
পুলিশ আরও জানায়, নিহত দুজনের গলার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানাতে পারেনি পুলিশ।
নাগেশ্বরী থানা পুলিশের ওসি মো. রওশন কবির বলেন, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ এখনও জানা যায়নি।
জামাল/এমএএস/এমকেএইচ