জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালন করার সুযোগ যারা পাচ্ছেন, তারাও ইতিহাসের অংশ হয়ে থাকবেন বলে জানিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির যৌথসভায় এসব কথা বলেন তিনি।
নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। একই সঙ্গে বাংলাদেশ মানবিক রাষ্ট্র হিসেবে প্রশংসিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার প্রমুখ।
এএম/পিআর