বাঙালি সংস্কৃতির লোকসংগীতের একটি সমৃদ্ধ ধারা বিয়ের গীত। দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে এখনও বিয়ের গীতের প্রচলন রয়েছে। তবে কালক্রমে বিলুপ্তির পথে গ্রাম-বাংলার এই ঐতিহ্য।
কালের গর্ভে হারিয়ে যাওয়া গ্রামীণ এই ঐতিহ্য সংরক্ষণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়েছে বিয়ের গীত প্রতিযোগিতা। কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ও নাগেশ্বরীর কেদার ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী ইউনিয়নের গোলেরহাট গ্রামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) নুর আহমেদ মাছুম, যুব উন্নয়ন কর্মকতা মঞ্জুর আলম, কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান, কেদার ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি অখেন সাহা, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ।
এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন অঞ্চলের নয়টি দল অংশগ্রহণ করে। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
নাজমুল/এমবিআর/এমকেএইচ