দেশজুড়ে

বিতর্কিতদের আ.লীগের পদ দেয়ায় কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে বিভিন্ন অপকর্মে অভিযুক্ত ও বিতর্কিতদের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে শহরের ত্রিমোহনী এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাবেক ইউপি সদস্য তছলিম উদ্দিন, মনছের আলী ও বেলাল হোসেন।

তারা বলেন, যুদ্ধাপরাধী কফিল উদ্দিনের ছেলে বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম শাহী ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম শামীম মিলে বিএনপি-জামায়াতসহ দুর্নীতিবাজদের নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করেছেন। এই কমিটি ভেঙে দিয়ে নতুন করে ত্যাগী ও সৎ ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের দাবি জানাই আমরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

নাজমুল/এএম/এমকেএইচ