টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বানিয়াবাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- উপজেলার এলেঙ্গা পৌরসভার বানিয়াবাড়ী গ্রামের জাহিদ হোসেনের ছেলে নাহিদ হোসেন (৪) ও আবু বক্করের ছেলে আবির হোসেন (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ ও আবিরের বাড়ি পাশাপাশি। দুজনে পুতুল নিয়ে খেলা করছিল। পুতুলকে গোসল করাতে তারা পাশের ডোবায় গেলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের মরদেহ পানিতে ভেসে উঠে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে নাহিদ ও আবিরের মরদেহ দেখতে শতশত মানুষ তাদের বাড়িতে ছুটে আসে। দুই শিশুর করুণ মৃত্যুতে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফ উর রহমান টগর/আরএআর/এমকেএইচ