নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পূর্বঘোষণা ছাড়াই মাদারীপুর থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে মাদারীপুর থেকে কোনো বাস গন্তব্যে ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। একই দাবিতে খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় বাস বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা।
পরিবহন শ্রমিকদের দাবি, নতুন সড়ক পরিবহন আইনের কারণে শ্রমিকরা ভয়ে আছেন। এ কারণে মাদারীপুর থেকে সব ধরনের পরিবহন বন্ধ রাখা হয়েছে। নতুন সড়ক পরিবহন আইন সংশোধন না হওয়া পর্যন্ত পরিবহন বন্ধ থাকবে।
মাদারীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার জানান, নতুন সড়ক পরিবহন আইনের সংশোধন করতে হবে। ড্রাইভারের হাতে পথচারীর মৃত্যু হলে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ডের বিধান সংশোধন না করলে চালকরা পরিবহন নিয়ে রাস্তায় নামতে সাহস পাচ্ছে না।
এ কে এম নাসিরুল হক/আরএআর/পিআর