`জাগো শরীয়তপুর, যাব না ফরিদপুর` এই স্লোগান দিয়ে প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুরের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হয়েছে।জাগো শরীয়তপুর নামে একটি সংগঠন রোববার বেলা ১১টার দিকে জেলা শহরে মিছিল শেষে শহীদ মিনারের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শত মানুষ অংশ নেন।
এআরএ/আরআইপি