কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৬টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল। এছাড়া মধ্যরাতের দিকেও ঘন কুয়াশার কারণে ব্যাহত হয় ফেরি চলাচল। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাট সূত্র এসব তথ্য জানিয়েছে।
জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে হঠাৎ করেই ঘন কুয়াশা পড়তে শুরু করে। ফলে নৌ রুটের দিকনির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এতে পদ্মায় দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। এ সময় কয়েকটি ফেরি মাঝ পদ্মায় কিছু সময় নোঙর করে ছিল।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, ভোরের দিকে কিছু সময় ফেরি বন্ধ রাখা হয়েছিল। তবে সকাল ৭টা থেকে ফেরি চলছে।
একেএম নাসিরুল হক/আরএআর/এমকেএইচ