রাজধানীর কদমতলী এলাকায় জান্নাতুল ফেরদৌস (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে কদমতলীর রায়েরবাগের মেরাজনগরে এ ঘটনা ঘটে।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার নুর ইসলামের মেয়ে জান্নাতুল। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। রায়েরবাগের মেরাজনগরে হাজী শরিয়ত উল্লা স্কুলের পেছনে একটি ছয়তলা ভবনে পরিবারের সাথে থাকতেন তিনি।
জান্নাতুলের ভাই জুয়েল জানান, ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন জান্নাতুল। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন জুয়েল। পরে সোয়া ৫টার দিকে চিকিৎসকরা জান্নাতুলকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, জান্নাতুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জেইউ/এমএসএইচ/এমএস