দেশজুড়ে

বগুড়ায় মিসরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি

বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের আওতায় (টিসিবি) বগুড়ায় ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে আনন্দ ছড়িয়েছে গৃহিণী ও গৃহকর্তার মধ্যে। বুধবার দুপুরে বগুড়া শহরের সার্কিট হাউস মোড়ে মিসর থেকে আনা পেঁয়াজ বিক্রিতে ব্যাপক সাড়া পড়ে। মুহূর্তের মধ্যে পেঁয়াজ কিনতে শত শত মানুষ লাইনে দাঁড়ায়।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, মিসর থেকে প্লেনে পেঁয়াজ নিয়ে আসা হয়। সেই পেঁয়াজ ঢাকা থেকে রাজশাহী এরপর রাজশাহী থেকে বগুড়ায় এনে টিসিবির ডিলারের মাধ্যমে ট্রাকে করে বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা দাম হওয়ায় ভোক্তাদের উপচে পড়া ভিড় দেখা যায়। টিসিবির পেঁয়াজ কিনতে সাধারণ ক্রেতারা লাইনে দাঁড়িয়ে থেকে পেঁয়াজ কিনেছেন।

বুধবার দুপুর ২টায় পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। এসময় প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) ডিলার গালীব ট্রেডার্সের প্রোপ্রাইটর আব্দুর রশীদ জানান, বুধবার ২ টন পেঁয়াজ ট্রাকে রাজশাহী থেকে নিয়ে আসা হয়। প্রতিজনকে এক কেজি করে পেঁয়াজ সরবরাহ করা হয়। পেঁয়াজগুলো মিসর থেকে নিয়ে আসা। বুধবারের পর আগামী রোববার আবারও সমপরিমাণ পেঁয়াজ বিক্রি করা হবে।

এদিকে বগুড়া শহরের ফতেহ আলী বাজারে নতুন পাতার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। বাজারে এ ধরনের পেঁয়াজের সরবরাহ প্রচুর হলেও নতুন পেঁয়াজের দাম কমেনি। খুচরা বাজারে পুরোনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা কেজি।

লিমন বাসার/এমএএস/পিআর