দেশজুড়ে

একই সঙ্গে জমজ দুই ভাইয়ের মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলো, অর্ম্য রায় ও প্রাজ্ঞ রায়। তাদের বয়স আড়াই বছর। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তারা উপজেলার নবগ্রাম এলাকার শশিকর গ্রামের অনিমেশ রায়ের ছেলে।

নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, জমজ দুই ভাই অর্ম্য রায় ও প্রাজ্ঞ রায় পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের একটি ডোবার পাশে খেলতে যায়। এসময় তারা গড়াগড়ি দিয়ে ডোবার পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহত দুই শিশুর বাবা অনিমেশ রায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঠিকমতো দেখে রাখতে না পারায় আমার বাচ্চা দুটি পানিতে ডুবে মারা গেছে।

এ কে এম নাসিরুল হক/এমএএস/এমকেএইচ