মাদারীপুরের কালকিনিতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে কালকিনি থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের মৃত মইনউদ্দিন সরদারের ছেলে অভিযুক্ত মালেক সরদার (৫৫) গত সোমবার বিকেলে একই গ্রামের ওই ছাত্রীকে আপেল খাওয়ার লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মালেক সরদার পালিয়ে যায়।
কালকিনি থানা পুলিশের ওসি মো. নাসির উদ্দিন মৃধা জাগো নিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ কে এম নাসিরুল হক/এমএএস/এমএস