দেশজুড়ে

জামিন নিতে এসে মারা গেলেন আসামি

দিনাজপুর আদালতে জামিন নিতে এসে নুরুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে।

মৃত নুরুল হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রাম-নয়াপাড়ার বাসিন্দা। মাদক মামলায় আসামি হয়ে জামিন নেয়ার জন্য আদালতে হাজির হন তিনি।

নুরুল হোসেনের আইনজীবী মো. শহীদুল হক বলেন, বৃহস্পতিবার দুপুরে জামিন নিতে এলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিঁড়িতে মাথা ঘুরে পড়ে যান। পরে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পারভেজ সোহেল রানা।

এমদাদুল হক মিলন/এএম/এমকেএইচ