মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অটোরিকশার ধাক্কায় মিনাজ মিয়া নামের দুই বছরে এক শিশু নিহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার মুসলিমবাগ আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিনাজ ওই এলাকার শাহীন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে শিশুটির মা মিনু বেগম বাড়ির পাশে কাপড় রোদে দিচ্ছিলেন। এ সময় শিশুটি হঠাৎ দৌড় দিয়ে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার নিচে পড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নেবার পথে শিশুটি মারা যায়।
শ্রীমঙ্গল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রিপন দে/এমবিআর/জেআইএম