দেশজুড়ে

ফের লালমনিরহাট আ.লীগের নেতৃত্বে মোতাহার-মতিয়ার

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি হিসেবে মোতাহার হোসেন এমপি এবং সম্পাদক পদে অ্যাডভোকেট মতিয়ার রহমান পুনরায় নির্বাচিত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন শেষে সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর কবীর।

এর আগে সকালে লালমনিরহাট জেলা পরিষদ কমিনিটি হল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সম্মেলনে সভাপতিত্বে করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।

এবার জেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থী ছিলেন বর্তমান সভাপতি মোতাহার হোসেন এমপি, সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক, সাবেক সম্পাদক নজরুল ইসলাম পাটোয়ারী ভোলা। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন বর্তমান সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন।

রবিউল হাসান/এমবিআর/পিআর