কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির (জাপা) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাপার প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুকে আহ্বায়ক করে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ কমিটি গঠন করা হয়।
জাপার চেয়ারম্যান জিএম কাদের স্বাক্ষরিক এক চিঠিতে কিশোরগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করে মুজিবুল হক চুন্নুকে আহ্বায়ক ও বাকিদের সদস্য করে ১৫৬ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
নতুন কমিটির আহ্বায়ক এমপি মুজিবুল হক চুন্নু জানান, আগামী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
নূর মোহাম্মদ/আরএআর/এমএস