মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিভিন্ন প্রজাতির ১৩টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি সেখানে একটি বটবৃক্ষ রোপণ করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বন্যপ্রাণীগুলো অবমুক্ত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অবমুক্ত করা প্রাণীগুলোর মধ্যে রয়েছে- সোনালি বিড়াল একটি, অজগর সাপ একটি, লজ্জাবতী বানর একটি, বন বিড়াল দুটি, মেছোবাঘ দুটি এবং বিভিন্ন প্রজাতির ছয়টি পাখি।
এমপি সাবের হোসেন চৌধুরী বলেন, বর্তমান সরকার বন ও বন্যপ্রাণী রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমরা বন বাঁচানোর জন্য প্রতি বছর গাছ লাগানোসহ নানা কর্মসূচি হাতে নিয়ে থাকি এবং তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করি।
অবমুক্ত করা প্রাণীগুলোর মধ্যে দুটি মেছো বাঘ বনবিভাগ লোকালয় থেকে উদ্ধার করে। এ ছাড়া অন্য প্রাণীগুলো বিভিন্ন সময় লোকালয়ে থেকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, আহত অবস্থায় এবং জন সাধারণের হাত থেকে বিভিন্ন সময় এই প্রাণীগুলোকে উদ্ধার করা হয়েছিল। পরে চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় তাদের অবমুক্ত করা হয়েছে।
রিপন দে/আরএআর/এমএস