দেশজুড়ে

প্রাণ’র হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফ্যাক্টরি ডে অনুষ্ঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ’র ফ্যাক্টরি ডে-২০২০ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাণ’র ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার হাসান মো. মঞ্জুরুল হকের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ এহসানুল হাবিব জয়ের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মো. আবু জাহির।

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, ইউপি চেয়ারম্যান হোসাইন মো. আদিল জজ মিয়া।

এ সময় সেরা শ্রমিকদের কোম্পানির খরচে ওমরাহ হজ পালন করানোর ঘোষণা দিয়ে প্রাণ’র ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক মানসম্মত পণ্য উৎপাদন করে শুধু দেশে নয় বিশ্বের ১৪৭টি দেশে রফতানিতে সুনাম অর্জন করেছে। এ সুনাম শুধু কোম্পানির নয় হবিগঞ্জবাসীর। পুরো জাতির। আগামী দিনে আমরা আরও এগিয়ে যেতে চাই।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু জাহির বলেন, প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক মানসম্মত পণ্য উৎপাদন করে দেশে সরবরাহের পাশাপাশি বিদেশেও রফতানি করছে। এতে হবিগঞ্জবাসীর মুখ উজ্জল হচ্ছে। এখানে ফ্যাক্টরি করায় প্রায় ২০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। আজ প্রাণ খুলে শ্রমিক-কর্মকর্তারা মিলে উৎসবে মেতে উঠেছে।

পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন- প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক দেশের মূল্যবান সম্পদ। এখানে মানসম্মত পণ্য উৎপাদন হচ্ছে। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে এখানকার পণ্য যাচ্ছে। লোকজন হাতের নাগালে প্রাণের পণ্য পাচ্ছে।

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার হাসান মো. মঞ্জুরুল হক ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ এহসানুল হাবিব জয় বলেন, অলিপুরে ২০১৪ সালে কারখানাটিতে উৎপাদন শুরু হয়। বর্তমানে প্রায় ১৯ হাজার শ্রমিক এ পার্কে কর্মরত আছেন। আজ সবাই মিলে ফ্যাক্টরি ডে অনুষ্ঠানে যোগদান করেছি। দিনব্যাপী এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/আরএআর/এমএস