দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে যশোরের বেনাপোল সমাজকল্যাণ সংস্থা ক্লাব। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে বেনাপোল পৌরসভার সামনে অবস্থিত সমাজকল্যাণ সংস্থার নিজস্ব ক্লাবে দেড় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ক্লাবের সভাপতি জুলফিকার আলী মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান।
এ সময় বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই পিন্টু লাল দাস, বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ তৌহিদুর রহমান, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কেএম সানোয়ার হোসেন রিমন ও দফতর সম্পাদক নাজিমউদ্দিন রাব্বিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কম্বল হাতে পেয়ে বৃদ্ধ খোদেজা খাতুন আবেগে আপ্লুত হয়ে বলেন, সরকারি সহায়তা আসে, কিন্তু কোনো দিন আমরা সেটা পাই না। এতো শীত গেল কেউ একটা শীতের কাপড়ও দেয়নি। আজ আমাকে এই মানুষগুলো ডেকে এনে একটা কম্বল দিলো। আল্লাহর কাছে দোয়া করি, যারা এই মহৎ কাজ করেছে তাদের যেন সুখে শান্তিতে রাখেন।
মো. জামাল হোসেন/এমএসএইচ