একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে এ বিজিবি মোতায়েন করা হয়েছে।বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি টহল দেবে।উল্লেখ্য, আগামীকাল বুধবার নিজামীর যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে। ট্রাইব্যুনালে সবচেয়ে বেশি সময় প্রায় আড়াই বছর ধরে চলা মামলা এটি।