সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাহমুদা খাতুন (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কাচারিপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মাহমুদা ভদ্রঘাট ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের শাহীন আলীর স্ত্রী। কামারখন্দ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম