স্কুলে যাওয়ার জন্য কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল মনি। কিন্তু স্কুলে আর যাওয়া হলো না। ট্রাকচাপায় রাস্তায় প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মনি বর্মনের (১০)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বগুড়া সদর উপজেলার নামুজা নাথপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনি বর্মন নামুজা নাথপাড়া গ্রামের নিত্য গোপাল বর্মনের মেয়ে এবং ত্রিমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় স্থানীয়রা বগুড়া-নামুজা সড়ক প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বগুড়া সদর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, সকালে বাড়ির পাশে রাস্তা পারাপারের সময় বালুবোঝাই ট্রাকচাপায় মনি নিহত হয়। এ সময় তার মামা পলাশ সরকার (১৯) আহত হয়েছেন। আহত পলাশ শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ সাহাপাড়ার নেপাল সরকারের ছেলে। স্থানীয় লোকজন আহত পলাশকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
আরএআর/পিআর