বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল কিনে না দেয়ায় নাজমুল হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার কলেজপাড়া এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নাজমুল হোসেন কলেজপাড়া এলাকার ইসলাম হোসেনের ছেলে ও নন্দীগ্রাম মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে নাজমুল তার বাবার কাছে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য বায়না ধরে। কিন্তু তার বাবা ইসলাম হোসেন ফুটপাতের একজন ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ায় তার মোটরসাইকেল কিনে দেয়ার সামর্থ্য ছিল না। এ কারণে সোমবার স্কুল থেকে ফিরে বাবার ওপর অভিমান করে পরিবারের সবার অগোচরে গলায় রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করে নাজমুল।
নন্দীগ্রাম থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
আরএআর/এমএস