বগুড়ার ধুনট উপজেলায় পূর্ববিরোধের জের ধরে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান ও সদস্য সেলিম রেজা আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধুনট-সোনামুখী সড়কের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট পৌর শ্রমিক লীগের সভাপতি ইজুল খান ও উপজেলা যুবলীগের সদস্য শাহা আলী হামলা চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম রেজাকে পিটিয়ে আহত করেন। এ ঘটনার জের ধরে সেলিম রেজার পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খানের সোনামুখী রোড়ে অবস্থিত ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় হামলাকারীরা কার্যালয়ের ভেতর বসে থাকা আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলামকে পিটিয়ে আহত করেন।
আহত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান ও সদস্য সেলিম রেজাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ নিয়ে ধুনট শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগের সদস্য সেলিম রেজাকে মারপিটের অভিযোগে পৌর শ্রমিক লীগের সভাপতি ইজুল খানকে গ্রেফতার করেছে পুলিশ।
ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ইজুল খানকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এএম/এমকেএইচ