করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নমুনা পরীক্ষার জন্য সরাসরি আইইডিসিআর না আসার জন্য প্রবাসফেরত বাংলাদেশিদের (বিশেষ করে আক্রান্ত দেশ থেকে যারা এসেছেন) প্রতি অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
Advertisement
আজ শুক্রবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে তিনি এ অনুরোধ জানান।
অধ্যাপক ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরে ১৬ জন সরাসরি নমুনা পরীক্ষার জন্য এসেছেন। আমরা আবারও অনুরোধ করব যারা বিদেশ থেকে এসেছেন এবং মনে করেন তাদের মধ্যে করোনার লক্ষণ ও উপসর্গ রয়েছে, তারা দয়া করে আইইডিসিআরে চলে আসবেন না। হটলাইনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে আসুন। আমরা সতর্কতার জন্য এ কথাটি বলছি, আপনাদের মধ্যে কারোর যদি সত্যিকার অর্থেই করোনাভাইরাসের উপস্থিতি থাকে সেটি থেকে কিন্তু সুস্থ একজন মানুষ সংক্রমিত হতে পারেন। তাই আপনারা যারা আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ও উপসর্গ দেখা যাচ্ছে তারা হটলাইনে যোগাযোগ করেন। প্রয়োজনে আইইডিসিআর থেকে লোক পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।
এমইউ/জেএইচ/জেআইএম
Advertisement