লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রশনে এক নেপালি পাসপোর্ট যাত্রীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার বিকেলে বুড়িমারী স্থলবন্দরের আন্তর্জাতিক অভিবাসন চৌকি দিয়ে ভারতে যাওয়ার সময় ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রশন তাকে বাংলাদেশে ফেরত পাঠায়।
ফেরত ওই যাত্রী গৌতম দেব (২০) রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে পড়াশুনা করছেন।
ভারতের চ্যাংরাবান্ধায় নিযুক্ত স্বাস্থ্য পরীক্ষা টিম জানিয়েছে, ওই যাত্রীর শরীরের তাপমাত্রা ১০০ দশমিক ২ ডিগ্রি ফারেনহাইট থাকায় তাকে বাংলাদেশে ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন। পরে বুড়িমারী স্থলবন্দরে নিযুক্ত পাটগ্রাম উপজেলার স্বাস্থ্য পরীক্ষার টিম তাকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ফেরত পাঠায়।
পাটগ্রাম স্বাস্থ্য বিভাগ জানায়, বিকেলে বুড়িমারী স্থলবন্দরের আন্তর্জাতিক অভিবাসন চৌকি (আইসিপি) দিয়ে ভারতে যাওয়ার সময় ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রশনে নিযুক্ত স্বাস্থ্য পরীক্ষার টিম গৌতম দেব (২০) নামে এক নেপালি পাসপোর্ট যাত্রীর শরীরের তাপমাত্রা ১০০ দশমিক ২ ডিগ্রি ফারেনহাইট পায়। এ সময় তারা তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। ওই নেপালি ছাত্রকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিউল হাসান/এফএ/এমকেএইচ